Translation

চ) গ্রামীণ জনগণের জন্য বিনােদনমূলক কর্মকান্ড উৎসাহিত করা হবে।


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও জামায়াতে ইসলামীর গঠণতন্ত্রে মহিলা অঙ্গদল গঠনেরও উল্লেখ নেই। এ দলগুলাের নির্বাচনী ঘােষণাপত্রে ও নারী ইস্যুটি একটি প্রান্তিক ইস্যু হিসেবে উল্লেখিত হয়েছে।


রাজনীতি ও রাজনৈতিক দলে নারী:-


এখনাে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নারী অবস্থানের যে বাস্তবতা, তা পরস্পর বিরােধী। কেননা বাংলাদেশের বর্তমান কাঠামােয় প্রধানমন্ত্রী একজন নারী ও বিরােধী দলীয় নেত্রী ও একজন নারী। প্রায় এক যুগেরও বেশীকাল সময়ে সিদ্ধান্ত গ্রহণ স্তরে এই দুই নেত্রীর প্রাধান্য প্রচন্ডভাবে দৃশ্যমান কিন্তু সার্বিক রাজনীতিতে বিরাজ করছে নারী শূন্যতা। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় সর্বস্তরে, বিশেষ করে কাঠামােগত রাজনীতিতে নারীর অবস্থান তেমন ব্যাপক ও ক্ষমতা সংহতকরণে কার্যকর নয়। 


অর্থাৎ উপরিকাঠামােতে নারীর অবস্থান থাকলেও অধিকাঠামােতে তা প্রতিফলিত ও সুসংহত নয়। রাজনৈতিক ক্ষেত্রে নারীর কম অংশগ্রহণের কারণ হিসেবে বলা যায়, সামাজিকীকরণে ভিন্নতা, রাজনৈতিক জ্ঞানের অভাব ও কম শিক্ষা, সামাজিক পারিবারিক ভূমিকা ও দায় দায়িত্ব নারীকে রাজনীতির অঙ্গনে প্রবেশে অনুপ্রাণিত করেনা।


রাজনীতির কিছু পেশাগত বৈশিষ্ট্য বিদ্যমান যা আমাদের সমাজে নারী চরিত্রে আরােপিত গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন, রাজনীতির কর্মক্ষেত্রে কোন বাধাধরা সময়সীমা নেই, রাজনীতিতে টিকে থাকার জন্য অবারিত চলাচল ও সম্পর্ক স্থাপন যা আমাদের সমাজের সংরক্ষণশীল মনােভাবের পরিপন্থী। 


নারীর বহুমাত্রিক পারিবারিক দায়িত্বশীলতা শিক্ষার অভাব সর্বোপরি অর্থনৈতিক নির্ভরশীলতা রাজনীতির অঙ্গনে নারীর উপস্থিতি ও সম্ভাবনাকে দুর্বল করে রাখে। এছাড়া নারীর রাজনীতিতে অংশগ্রহণের জন্য প্রয়ােজন একটি গণতান্ত্রিক সেকুলার সমাজব্যবস্থা। ধর্মীয় সহিষ্ণুতার অভাব সমাজের সকল কর্মকান্ডে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে মতাদর্শিক সীমাবদ্ধতা তৈরী করে। 


এছাড়াও নারীর রাজনীতিতে অংশগ্রহণের জন্য যে ধরণের সুযােগ সুবিধা এবং সমর্থনের প্রয়ােজন রাষ্ট্রীয়ভাবে তার প্রতিফলন সমাজে নেই বরং এক ধরণের দ্বৈততা প্রতিফলিত, ফলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সীমিত। বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কমিটি অবলােকনেও বিষয়টি স্পষ্ট যে শুধু রাজনীতিতে নয়, রাজনৈতিক দলের গুরুত্বপূণ কমিটিতেও নারীদের সংখ্যা নগণ্য। সারণিতে বিষয়টির সত্যতা পরিলক্ষিত হয়।